দেশ

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঝাড়খণ্ডের জামতায়, ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ জনের 

Terrible train accident in Jamat, Jharkhand

The Truth of Bengal: ঝাড়খণ্ডের জামতাড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে দুই জনের। জামতাড়া-কারমাতান্ডের কালঝরিয়ার কাছে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গিয়েছে। এলাকায় আলো না থাকায় উদ্ধার অভিযান সামান্য ব্যাহত হচ্ছে বলে খবর। তবে এই দুর্ঘটনা নিয়ে প্রথমে খানিক বিভ্রান্তি ছড়ায়। ডাউন লাইনে বেঙ্গালুরু-যশবন্তপুর এক্সপ্রেস যাচ্ছিল। চালকের মনে হয়েছিলে লাইনের পাশে ফেলে দেওয়া ব্যালাস্ট থেকে ধুলো উড়তে থাকে।

স্থানীয়রা অনেকে দাবি করেন, ধুলো দেখে চালক মনে করেন ট্রেনে হয়তো আগুন লেগেছে এবং ধোঁয়া বের হচ্ছে। ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরাও আতঙ্কিত হয়ে নেমে পড়েন। সেই সময় উলটো দিক থেকে আসা আসানসোলগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে কয়েক জনের। তবে ঘটনার কিছুক্ষণ পরে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের তরফে সাংবাদিকদের বিবৃতি দেওয়া হয়। ট্রেনে কাটা পড়ে যাঁদের মৃত্য়ু হয়েছে তাঁরা ট্রেন যাত্রী ছিলেন না বলে জানিয়েছেন তিনি।

পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রেন থেকে কমপক্ষে ২ কিলোমিটার দূরে ট্র্যাকের উপর হেঁটে যাওয়া দুই ব্যক্তির ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তারা কেউই ট্রেনের যাত্রী নয় বলে জানিয়েছেন তিনি। যদিও গোটা ঘটনা নিয়ে ধন্দ তৈরি হয় প্রথমে। প্রথমে স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, ডাউন অঙ্গ এক্সপ্রেসে আগুন লেগেছে ভেবে মাঝপথে ট্রেন থামিয়ে দিয়েছিলেন চালক। সঙ্গে সঙ্গে কয়েকজন যাত্রীও আতঙ্কিত হয়ে নেমে পড়েন ট্রেন থেকে।

Related Articles