দেশ

সীমান্তে ফের উত্তেজনা, শিমলা চুক্তি বাতিলের পর ক্রমেই আগ্রাসী পাকিস্তান

Tensions rise again on the border, Pakistan becomes increasingly aggressive after the cancellation of the Shimla Agreement

Truth Of Bengal: শিমলা চুক্তি বাতিলের পর থেকেই সীমান্তে চরম উত্তেজনার ছবি। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও পাক সেনার তরফে বিনা উসকানিতে গুলি চালানো হয়েছে। ছোড়া হয়েছে মর্টার ও শেল। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।

প্রতিরক্ষা সূত্রে খবর, পহেলগাঁও হামলার পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। বৃহস্পতিবার দফায় দফায় গুলি চালানোর পর, শুক্রবারও একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে লাগাতার মর্টার ও শেল ছোড়া হয়েছে। ভারতীয় সেনার কথায়, প্রত্যেকটি হামলার জবাব কঠোরভাবে দেওয়া হয়েছে এবং পাকিস্তান সেনা পিছু হটতে বাধ্য হয়েছে।

এই ঘটনার জেরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে প্রতিরক্ষা মহলে। প্রশ্ন উঠছে, বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘনের পেছনে পাকিস্তানের উদ্দেশ্য কী? শুধু উত্তেজনা বাড়ানো, না কি এর পেছনে কোনও বড় পরিকল্পনা লুকিয়ে রয়েছে? বিশেষজ্ঞদের মতে, এই গোলাগুলির আড়ালে পাকিস্তান হয়তো জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করাতে চাইছে অথবা কাশ্মীরের ভিতরে লুকিয়ে থাকা জঙ্গিদের পালাতে সাহায্য করছে।

সীমান্তে পরিস্থিতি যতটা উত্তপ্ত, তার চেয়েও বেশি সতর্ক ভারত। সেনার তরফে জানানো হয়েছে, দেশবাসীকে সুরক্ষিত রাখতে তারা পুরোপুরি প্রস্তুত।

Related Articles