দেশ

অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেওয়াল ধসে বিপত্তি, মৃত ৮, আহত ৪

Temple wall collapses in Andhra Pradesh, 8 dead, 4 injured

Truth Of Bengal: মন্দিরের দেয়াল চাপা পড়ে ৮ জনের মৃত্যু। দুর্ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের সিংহচলমে। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে বার্ষিক চন্দনোৎসবম উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। সেই দূর্ঘটনায় আহতের সংখ্যা ৪।

স্থানীয় সূত্রে খবর, মন্দির চত্বরে সারিবদ্ধভাবে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন পুণ্যার্থীরা। রাত আড়াইটা নাগাদ মন্দিরের দেওয়াল ভেঙে পড়ার এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। দেওয়াল চাপা পড়া পুণ্যার্থীদের উদ্ধারকাজ শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধারকাজে এগিয়ে এসেছিলেন। পরবর্তীতে পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দিলে সেখানে আধিকারিকরা গিয়ে পৌঁছন।

মৃত ৮ জন ছাড়া বাকিদের উদ্ধার করা সম্ভব হয় বলেই জানা যায়। আহতের সংখ্যা ৪। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন অন্ধ্রপ্রদেশে স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, বিশেষ দর্শনের জন্য পুণ্যার্থীরা বিশেষ টিকিট কেটেছিলেন ৩০০ টাকা দিয়ে।

প্রত্যেকেই দাঁড়িয়েছিলেন লাইনে। তখনই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। গতরাত থেকেই সেই অঞ্চলে শুরু হয় ব্যাপক বৃষ্টি। যার জেরেই মাটি ধসে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান। এখনও পর্যন্ত খবর, যে ৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩ জোন মহিলা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের হাসপাতালে পাঠানো হয়।

Related Articles