দেশ

তেলেঙ্গনায় ট্রেন দুর্ঘটনা, লাইচ্যুত এক্সপ্রেসের তিনটি বগি

Train accident in Telangana

The Truth of Bengal: ২০২৩-এর জুন মানে ওড়িশার বালাশোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বহু যাত্রীর। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২৯৬ জনের মৃত্যু হয়েছিল সেই ট্রেন দুর্ঘটনায়। সেই পরিসংখ্যআনে আহতের সংখ্যা ছিল ১২০০-র বেশি। সেই সময়ও করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যু হয়ে পড়েছিল পাশের ট্র্যাকে। তারপর উল্টোদিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ধাক্কা মেরেছিল সেই বগিগুলিতে।

তারপরও একেরপর এক রেল দুর্ঘটনা ঘটেছে বিভিন্ন সময়ে। এবার তেলেঙ্গানায় রেল দুর্ঘটনার কবলে এক্সপ্রেস ট্রেন। লাইনচ্যুত হয়ে গেল চারমিনার এক্সপ্রেসের তিনটি বগি। একাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। হায়দ্রাবাদের নামপল্লীর ডেকান রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিন মধ্য রেলওয়ের আধিকারিক জানান, এটি স্টেশন প্রবেশ করার সময় এর গতিবেগ ছিল কমই। তবে একেবারে শেষ প্রান্তে গিয়ে ওবারশট হয়ে যাওয়ার কারণে এস-২, এস-৩ এবং এস-৬ কোচগুলি বেলাইন হয়ে যায়। বেলাইন হওয়ার সময়ই যে ঝাঁকুনি হয় তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকার যাত্রীরা আহত হন। প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় ট্রেনটি ছেড়েছিল চেন্নাই থেকে। বুধবার পৌঁছয় হায়দ্রাবাদে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে আধিকারিকরা।

Related Articles