ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তেলেঙ্গানায়, মৃত প্রায় ৫ জন আহত বহু শ্রমিক
Terrible explosion incident in Telangana

The Truth of Bengal: ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার একটি কারখানায়। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে ৫ জনের, আহত হয়েছে বহু শ্রমিক, মৃতের সংখ্যা আরও বারার আশঙ্কা রয়েছে। কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তেলেঙ্গানায়। এক মুহূর্তের মধ্যে কেঁপে উঠল গোটা এলাকা। তেলেঙ্গানার কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছে আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে সাঙ্গারেড্ডি জেলার একটি রাসায়নিক কারখানায়।
স্থানীয়দের মতে হায়দরাবাদ থেকে প্রায় ৬০ কিমি দূরে হাতুনুরা মন্ডলের চান্দাপুর গ্রামে এসবি অর্গানিক প্রাইভেট লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানিতে ঘটে বিস্ফোরণ। দুর্ঘটনার সময় কারখানায় কাজ করছিল প্রায় ৫০ জন শ্রমিক। যার মধ্যে ১৫ জন শ্রমিক আগুনের চুল্লিতে কাজ করছিল সেই সময়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই কারখানায়। কালো ধোঁয়া ঢেকে ফেলেছে গোটা আকাশ। খবর পেতেই ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। ডাকা হয় অ্যাম্বুলেন্সও। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়ে কাছের হাসপাতালে।
মৃতের সংখ্যা আরও বারার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফ থেকে ওই কারখানার আসেপাশে থাকা বাসিন্দাদাদের এই মুহূর্তে ওই এলাকা থেকে অন্যত্র নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ওই কারখানার ম্যানেজারও রয়েছে। ওই ওষুধ কারখানার পাশে আরও একটি কারখানা ছিল, ওষুধ কারখানার আগুন ছড়িয়ে পড়ে পাশের কারখানাতেও, এমনটায় দাবি স্থানীয়দের। ইতিমধ্যেই এই বিস্ফোরণ কাণ্ডের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।