পার্ক থেকে উদ্ধার কিশোরীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য এলাকায়
Teenage girl's hanging body recovered from park! Sensational area

Truth Of Bengal: শনিবার সকালে দিল্লির রোহিণী এলাকার জাপানিজ পার্কে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর দেহ উদ্ধার হয়েছে। মৃত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তবে সামনে আসেনি নিহতের পরিচয়। কী করে মৃত্যু হল কিশোরীর তা এখন স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা।
এই প্রসঙ্গে ডেপুটি কমিশনার অফ পুলিশ (রোহিণী) অমিত গোয়েল জানিয়েছেন, একজন পথচারী গাছের মধ্যে এক কিশোরীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন দেহ দেখে রীতিমতো চমকে যান বাকিরা। সঙ্গে সঙ্গে প্রশান্ত বিহার থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। গাছের নিচে তার চপ্পল পড়ে থাকতে দেখা গেছে। যা ইঙ্গিত দেয় যে এই ঘটনার আগে সে হয়তো এগুলো খুলে রেখেছিল। তবে ঘটনাস্থল থেকে কোন সুইসাইট নোট উদ্ধার হয়নি।
ডিসিপি জানান, ঘটনাস্থলে দেহে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন দেখা যায়নি। এর পরে, এলাকাটি ঘিরে ফেলা হয়। ঘটনাস্থল তদন্তের জন্য ক্রাইম টিম এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির টিম এসেছে। একটি মামলাও দায়ের হয়েছে। খুব শীঘ্রই মৃত কিশোরীর পরিচয় সামনে আনা হবে। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়ে গিয়েছে তদন্ত। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
বলা বাহুল্য, চলতি বছর মার্চ মাসে দক্ষিণ দিল্লির হওজ খাস এলাকার ডিয়ার পার্ক থেকে এক যুগলের দেহ উদ্ধার হয়েছিল। প্রাতঃভ্রমণে বেরিয়ে এমন দেহ দেখে রীতিমতো চমকে যান বাকিরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দিল্লির পার্ক থেকে উদ্ধার হল এক কিশোরীর ঝুলন্ত দেহ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।