দেশ

তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার লিক, জ্ঞান হারালেন বহু শ্রমিক

Tamil Nadu factory due to ammonia gas leak

The Truth of Bengal: তামিলনাড়ুর তুতিকোরিন পান্ডিয়াপুরম এলাকায় কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েক জন শ্রমিক। প্রাথমিক অনুমান শুক্রবার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট ঘটে। এর জেরেই অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে, গ্যাস নিঃশ্বাসের সঙ্গে দেহের ভিতরে যাওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৩০ জন শ্রমিক। তাঁদের নানা ধরণের উপসর্গ দেখা দিয়েছে। এই ৩০ জনের মধ্যে ১৬ জন ওড়িশা থেকে এখানে কাজ করতে এসেছিলেন। সকলকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূ্ত্রের খবর, মাছ প্রক্রিয়াকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাসের কারণে শ্বাসরোধে অজ্ঞান হয়ে পড়া নারী কর্মচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তথ্যমতে, বেসরকারি এই প্রতিষ্ঠানটি মাছের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট চালায়। এতে তৈরি পণ্য বিদেশে পাঠানো হয়। এ ইউনিটে কাজ করেন ৫ শতাধিক নারী। তামিলনাড়ু সহ দেশের অন্যান্য রাজ্যের মহিলারা এখানে কাজ করেন। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরে অ্যামোনিয়া গ্যাসের স্টোরেজ কন্টেনার ফেটে গিয়ে এই বিপত্তি হয়েছে।

Related Articles