
The Truth of Bengal: মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া গেটের সামনে ভেসে এলো এক রহস্যজনক বোট। এই ঘটনা ফের উসকে দিল ২০০৮ সালের হাড়হিম করা ২৬/১১ ঘটনাকে। জানা গেছে রহস্যজনক মাছ ধরার বোটটি কুয়েত থেকে আগত। তড়িঘড়ি নৌকার ৩ চালককে আটক করেছে মুম্বই পুলিশ। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই ৩ জন নৌকা আরোহী তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা। বোটটির নাম আবদুল্লা শরিফ। বেশ কিছুক্ষণ ধরে গেটওয়ে অফ ইন্ডিয়া গেটের সামনে ঘুরে বেড়াচ্ছিল নৌকাটি।
নৌকায় তল্লাশি করে পুলিশ কোন সন্দেহভাজন বস্তু না পেলেও ওই ৩ আরোহীকে এখনও পর্যন্ত নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ। ওই ৩ জনের দাবি কুয়েতের একটি মাছের আরতে কাজ করত তারা। সেই আরতের মালিক মাসের শেষে তাদের ঠিক মত বেতন দিত না। উপরন্তু তাদের উপর অত্যাচার চালাত মালিক পক্ষ। এমনকি তাদের কাছে থেকে পাসপোর্ট ও কেড়ে নেওয়া হয়েছিল যাতে তারা কোন দিনই দেশে ফিরতে না পারে।
সেই কারণে বাধ্য হয়ে ওই ৩ কর্মী মালিকের একটি বোট চুরি করে কুয়েত থেকে সমুদ্রপথে ভারতে আসে। এক পুলিশ কর্মী বলেন সন্দেহভাজন ৩ জন আরও জানিয়েছে তারা টানা ১২ দিন ধরে সমুদ্র পথে যাত্রা করছিল। ৩ থেকে ৪ দিন তারা কিছু না খেয়েই যাত্রা করছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পরে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে উপকূলের নিরাপত্তা বাহিনীর নিরাপত্তার উপর। উপকূল নিরাপত্তা বাহিনী সজাগ থাকার পরও কিভাবে একটি অন্য দেশের বোট মুম্বইয়ে এসে পৌঁছল তা নিয়ে উঠছে প্রশ্ন।