দেশ

সুপ্রিম স্বস্তি সদগুরুর, ‘মগজধোলাই’ মামলার যাবতীয় অভিযোগ খারিজ

Supreme Swasti Sadhguru, dismissed all charges in 'Magazdholai' case

Truth Of Bengal: ‘মগজধোলাই’ মামলায় বিরাট স্বস্তি পেলেন সদগুরু। সুপ্রিম কোর্ট তাঁর সংস্থা ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন। শীর্ষ আদালত জানিয়েছে, মাদ্রাজ হাই কোর্ট ঈশা ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তের যে নির্দেশ দিয়েছিল, তা যথাযথ নয়।

সদগুরু তাঁর দুই মেয়ের ‘মগজধোলাই’ করেছেন, যার ফলস্বরূপ তারা সদগুরুর সংস্থা ঈশা ফাউন্ডেশনের আশ্রমে সন্ন্যাসের জীবন বেছে নিয়েছে। এই অভিযোগে তামিলনাড়ুর এক অবসরপ্রাপ্ত অধ্যাপক মাদ্রাজ হাই কোর্টে মামলা দায়ের করেন। এর পর মাদ্রাজ হাই কোর্ট সদগুরু ও তাঁর ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সদগুরু।

সুপ্রিম কোর্ট শুক্রবার জানায়, সদগুরুর বিরুদ্ধে মগজধোলাইয়ের কোনো প্রমাণ নেই। যে দুই মহিলার অভিযোগ উঠেছে, তারা স্বেচ্ছায় সদগুরুর আশ্রমে রয়েছেন এবং উভয়েই প্রাপ্তবয়স্ক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানান, ২৪ ও ২৭ বছর বয়সি ওই দুই মহিলা নিজেই হাই কোর্টে হাজির ছিলেন, তাই সদগুরুর সংস্থার বিরুদ্ধে ‘হেবাস কর্পাস’ মামলাও বৈধ নয়।

তবে, মগজধোলাই মামলায় স্বস্তি পেলেও শিশু নিগ্রহের মামলায় এখনও সমস্যা রয়েছে সদগুরুর সংস্থার। কিছুদিন আগে ঈশা ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত এক চিকিৎসকের বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ ওঠে, যার বিরুদ্ধে পকসো আইনে মামলা হয়েছে। যদিও ঈশা ফাউন্ডেশনের আইনজীবী মুকুল রোহতগি দাবি করেছেন, ওই ঘটনা আশ্রমের ভিতরে ঘটেনি। সুপ্রিম কোর্ট ওই মামলার তদন্তে কোনো স্থগিতাদেশও দেয়নি। এখন দেখার বিষয়, সদগুরুর প্রতিষ্ঠান এই চ্যালেঞ্জের মোকাবেলা কীভাবে করে।

Related Articles