দেশ

পাকিস্তানে ফেরার নির্দেশে স্থগিতাদেশ পাক অধিকৃত কাশ্মীরের যুবকের: শীর্ষ আদালত

Supreme Court stays order to return to Pakistan for youth from Pakistan-occupied Kashmir

Truth Of Bengal: পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ পেয়েছিলেন বেঙ্গালুরুর বহুজাতিক সংস্থা কর্মী আহমেদ তারিক বাট। তবে তিনি প্রশ্ন তুলেছিলেন— কেনই বা যাবেন সেখানে? তিনি তো বহু বছর ধরেই ভারতের নাগরিক। সেই প্রশ্ন নিয়েই প্রথমে হাইকোর্ট এবং পরে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারিক। অবশেষে শুক্রবার মিলল স্বস্তি।

শীর্ষ আদালতের নির্দেশ, তারিককে পাকিস্তানে ফিরতে হবে না। সম্প্রতি পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৮ জন প্রাণ হারান। এরপরেই হামলা নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে কূটনৈতিকভাবে চাপ বাড়িয়েছে ভারত। বন্ধ করে দেওয়া হয়েছে পাক নাগরিকদের ভিসা দেওয়া। পাশাপাশি, যাঁরা ভারতে অবস্থান করছিলেন, তাঁদেরও দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল হয়েছে সকল পাকিস্তানিদের ভিসাও। সেই তালিকায় পড়ে গিয়েছিলেন তারিকও।

আদালত সূত্রে জানা গেছে, আহমেদ তারিক বাটের জন্ম পাকিস্তানের মিরপুরে হলেও, ১৯৯৭ সালেই তিনি বাবা-মায়ের সঙ্গে ভারতে চলে আসেন এবং কাশ্মীরের শ্রীনগরে বসবাস শুরু করেন। পরবর্তীতে তাঁর পরিবার বৈধভাবে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করে এবং পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করে।

ফলে বহু বছর ধরেই তাঁরা ভারতের বাসিন্দা। তারিক তাঁর স্কুলশিক্ষা শেষ করেন ভারতে এবং কেরলের আইআইএম  থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে বেঙ্গালুরুর একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তবে সুপ্রিম কোর্ট তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর নির্দেশে স্থগিতাদেশ দিলেও, তাঁর নাগরিকত্ব সংক্রান্ত নথি পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছে। এই রায় তারিকের কাছে যেমন স্বস্তির, তেমনই প্রশ্ন তুলছে প্রশাসনিক ত্রুটি নিয়েও।

Related Articles