ধর্মীয় মিছিলে পাথরবৃষ্টি, মৃত ১,আহত ১০
Stones pelted on religious procession, 1 dead, 10 injured

The Truth Of Bengal : পুলিশি টহল চলছে এলাকায় রাজস্থানের চিতোরগড়ে এক ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুরু হয় পাথরবৃষ্টি। পাথরের ঘায়ে মৃত্যু হয়েছে একজনের। নিহত ব্যক্তির নাম শ্যামলাল চিপ্পা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#BREAKING: Another Kanhaiya Lal like attempt in the same Udaipur of Rajasthan. Islamist mob of 8-10, led by Rehan and Moosa, attacked a Hindu man Suresh with swords and knives. The victim was saved in time. Culprits have been arrested. pic.twitter.com/hDkq1Wmgpg
— Baba Banaras™ (@RealBababanaras) March 21, 2024
তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। এলাকার টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী। ধর্মীয় একটি মিছিল ঘিরে এই উত্তেজননা ছড়ায়। চিতোড়ের পুলিশ সুপার সুধীর যোশি বলেন, রাশমি থানা এলাকায় এই ঘটনা ঘটে। একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় কয়েকজন তাতে বাধা দেয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
সেই সময় দু তরফ থেকেই এলোপাথাড়ি পাথর বৃষ্টি শুরু হয়। পাথরের আঘাতে দশ জন আহত হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এলাকায় নতুন করে যাতে গন্ডগোল না বাধে তার জন্য পুলিশ পিকেট বসেছে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুপক্ষের ১৮ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে বলে এলাকার মানুষ জানান।