স্বতন্ত্র এক্সপ্রেস লক্ষ্য করে ছোড়া হয় পাথর, আহত যাত্রীরা
Stones are thrown at individual express targets

Truth of Bengal: বিহারের সমস্তিপুরে ট্রেনে হামলা। স্বতন্ত্র সেনানি এক্সপ্রেস লক্ষ করে ছোঁড়া হয় ইঁট, পাথর। ভেঙে যায় ট্রেনের জানালার কাঁচ। আহত বেশ কয়েকজন যাত্রী। অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে শুরু হয় তদন্ত। বিগত কয়েকদিন ধরেই কখনও রেললাইনের উপর থেকে উদ্ধার হয়েছে গ্যাস সিলিন্ডার, আবার কখনও উদ্ধার হয়েছে সিমেন্টের চাঁই।
আবার কখনও ফিশপ্লেট খুলে লাইনের উপর ফেলে রেখে দেওয়ার মতোও ছবি সামনে এসেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই সমস্ত ঘটনা ঘটিয়ে ট্রেন লাইনচ্যুত করার পেছনে বড় কোনও সড়যন্ত্র কাজ করছে কিনা। এই পরিস্থিতির মাঝেই বৃহস্পতবার রাতে ঘটল স্বতন্ত্র সেনানি এক্সপ্রেসে পাথর দিয়ে হামলা চালানোর ঘটনা। জয়নগর থেকে দিল্লর উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই ট্রেনটি।
জানা যায়, সিগন্যাল না পাওয়া যাওয়ায় সমস্তিপুর স্টেশন থেকে যখন কিছুটা দূরে দাঁড়িয়েছিল ট্রেনটি। তখনই বিহারের সমস্তীপুরে ঘটে এই ঘটনা। ঘটনায় একাধিক ট্রেন যাত্রী আহত বলে স্থানীয় সূত্রে খবর। রেলপুলিশ সূত্রে খবর, আচমকাই রাতেরবেলা স্বতন্ত্র এক্সপ্রেস লক্ষ্য করে একের পর এক পাথর ছোঁড়া হয়। সেই পাথরই জানালা গলে ভেতরে ঢুকে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে।
ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে উপস্থিত যাত্রীরা। শুরু হয় হুলুস্থুলু। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছুই জানা যানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠয় পুলিশ। অজ্ঞাত পরিচয়ের ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশ তরফ থেকে মামলা রুজু করা হয়েছে।