দেশ

কর্পোরেট চাঁদার উৎস আসবে প্রকাশ্যে, এবার সমস্যায় পড়বে রাজনৈতিক দলগুলি

Electoral Bond BJP 

The Truth of Bengal: সাধারণ নাগরিকের আয়ের উৎস-সহ সবকিছু জানতে পারে সরকার। কিন্তু রাজনৈতিক দলগুলির আয়ের উৎস জানার অধিকার ছিল না সাধারণ মানুষের। এই রাজনৈতিক দলগুলির আয়ের সবচেয়ে বড় উৎস নির্বাচনী বন্ড। আর সেই নির্বাচনী বন্ড নিয়ে বিতর্ক ছিল। এবার সেই নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। ওয়াকিবহাল মহলের ধারণা, আয়ের উৎস প্রকাশ্যে এসে পড়ায় সমস্যায় পড়বে রাজনৈতিক দলগুলি।

  • নির্বাচনী বন্ড থেকে সবচেয়ে বেশি আয় করে বিজেপি
  • ২০২২-২৩ অর্থবর্ষে নির্বাচনী বন্ড থেকে ১৩০০ কোটি আয় বিজেপির
  • ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপির মোট আয় ছিল ২১২০ কোটি টাকা
  • মোট আয়ের ৬০ শতাংশই এসেছে নির্বাচনী বন্ডের মাধ্যমে
  • ২০২২-২৩ অর্থবর্ষে কংগ্রেসের আয় মাত্র ১৭১ কোটি টাকা
  • সমাজবাদী পার্টি আয় করেছে মাত্র ৩.২ কোটি টাকা
  • টিডিপি নির্বাচনী বন্ডের মাধ্যমে আয় করেছে ৩৪ কোটি টাকা

কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনও রাজনৈতিক দলকে চাঁদা দিতে চাইলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইলেক্টোরাল বন্ড কিনতে পারেন। এর মাধ্যমে পছন্দের  দলকে অনুদান দেওয়া যাবে। এই বন্ড যে বা যারা কিনবে, তাদের পরিচয় গোপন থাকে। ১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ ও ১ কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যায়। দাতাদের পছন্দের রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট অ্যাকাউন্টে সেই বন্ড ভাঙাতে হয়।  ১৫ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলিকে বন্ড ভাঙিয়ে নিতে হয়। ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে অনুদান দেওয়ার মধ্যে রাজনৈতিক দলগুলির প্রবণতা থাকে অর্থ সাহায্যকারীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার। বারবার সেই অভিযোগ ওঠে, ইলেক্টোরাল বন্ডে সবচেয়ে বেশি অনুদান দেয় বিভিন্ন কর্পোরেট সংস্থা। আবার কালো টাকা সাদা করার অভিযোগও ওঠে। এবার রাজনৈতিক দলগুলির সেই আয়ের উৎস জানতে পারবে দেশের মানুষ।

Related Articles