দুর্ঘটনার কবলে সোমনাথ এক্সপ্রেস, প্রশ্ন চিহ্নের মুখে যাত্রী নিরাপত্তা
Somnath Express due to accident

Truth of Bengal: দেশজুড়ে একের পর এক দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবার লাইনচ্যুত জব্বলপুর থেকে গুজরাটগামী সোমনাথ এক্সপ্রেস। শনিবার ভোরের এই দুর্ঘটনায় ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। ফের প্রশ্ন চিহ্নের মুখে যাত্রী নিরাপত্তা। শনিবার ভোররাতে লাইনচ্যুত হয়ে পড়ে সোমনাথ এক্সপ্রেস। এই নিয়ে বিগত এক মাসে গোটা দেশ থেকে প্রায় ১০-এরও বেশি রেল দুর্ঘটনার ছবি সামনে আসে।
কখনও চক্রধরপুরে মুম্বইগামী এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া, কখনওবা রাঙাপানিতে মালগাড়ির একাধিক বগির লাইন থেকে সরে যাওয়া। কখনও আবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়ানক দুর্ঘটনা প্রশ্ন তুলেছে রেলের উদাসীনতায়।রেল সূত্রে খবর, এবারের ঘটনাস্থল মধ্যপ্রদেশ। জব্বলপুর থেকে গুজরাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই ট্রেন।
জব্বলপুর স্টেশন ছেড়ে এগিয়ে যাওয়ার পরই দুর্ঘটনার মুখে পড়ে ট্রেন। জানা যায়, ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের জব্বলপুরে স্টেশন থেকে ২০০ মিটার দূরে আচমকাই বিকট আওয়াজ হতে শোনার পরই তা লাইনচ্যুত হয়। তবে স্টেশন সবেমাত্র ছাড়ার কারণেই ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
ঘটনাকে কেন্দ্র করে যাত্রীরা আতঙ্কিত, তবে হতাহতের কোনও খবর নেই। খবর ছড়িয়ে পড়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন রেলের আধিকারিকরা। ঘটনায় দীর্ঘ সময় ব্যাহত হয়ে পড়ে ট্রেন চলাচল। দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রেনটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। রেল দুর্ঘটনার সঠিক কারণ জানতে শুরু হয়েছে তদন্ত।