দেশ

একটি অ্যাপেই সব সমস্যার সমাধান, আসছে নির্বাচন কমিশনের ‘ECINET’

Solution to all problems in one app, Election Commission's 'ECINET' is coming

Truth of Bengal:  ভোটার তালিকায় ভূতুড়ে নাম নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছেই। একাধিক রাজ্যে ভোটের আগে আচমকা ভোটারের সংখ্যা বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে নির্বাচনী স্বচ্ছ্বতা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন পরিষেবার জন্য এতদিন যে প্রায় ৪০টি আলাদা অ্যাপ পরিচালনা করত কমিশন, এবার সেগুলি একত্রিত করে তৈরি করা হচ্ছে একটি মাত্র অ্যাপ — যার নাম ‘ECINET’।

এই অ্যাপের মাধ্যমেই এবার থেকে ভোটার তালিকা দেখা, নতুন ভোটার কার্ডের জন্য আবেদন, ভুয়ো ভোটারের নামে অভিযোগ, কিংবা ভোটের দিন হিংসার ঘটনা জানানো—সবই করা যাবে। কমিশনের আশা, একক এই প্ল্যাটফর্মে সাধারণ ভোটাররাও সহজেই প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

বর্তমানে কমিশনের পরিচালিত অ্যাপগুলোর মধ্যে রয়েছে VIGIL, Suvidha 2.0, ESMS, Saksham ইত্যাদি, যা মিলিয়ে এখন পর্যন্ত সাড়ে পাঁচ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। এবার এগুলোর সুবিধা একত্র করে ‘ECINET’-এ তুলে ধরা হবে।

নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, নতুন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই উদ্যোগের প্রস্তাব দিয়েছেন। তাঁর লক্ষ্য, সমস্ত পরিষেবাকে সহজ ও স্বচ্ছ করে তোলা।

তবে বিরোধী শিবির এই উদ্যোগ নিয়ে পুরোপুরি আশ্বস্ত নয়। তাদের মতে, শুধু অ্যাপ চালু করলেই ভুয়ো ভোটার সমস্যার সমাধান হবে না। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই অভিযোগ করেছিলেন, রাজ্যের ভোটার তালিকায় বহু জাল নাম রয়েছে এবং এক ব্যক্তির একাধিক জায়গায় নামও রয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও, মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচনের সময়।

সবমিলিয়ে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ভোট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

Related Articles