
The Truth Of Bengal : নেটজগতে বেশ পরিচিত নাম এলভিশ যাদব। ‘বিগ বস ওটিটি ২’ জয়ী তিনি। গত বছর নভেম্বর মাসে সাপের বিষ পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। মার্চ মাসে গ্রেফতারের পাঁচদিনের মাথায় জামিনে ছাড়া পান এলভিশ।তারমাঝে অভিযোগ ওঠে ইউটিউবার এলভিশ বেআইনি অর্থ লেনদেন ও পাচারে জড়িত।সমস্ত প্রশ্নের জবাব পেতে এবার তাঁকে জেরা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইডি। উল্লেখ্য,নয়ডা পুলিশ ইতিমধ্যে ১২০০পাতার চার্জশিট পেশ করেছে আদালতে।নয়ডা পুলিশও ইলেকট্র্নিক প্রমাণপত্র,ফরেন্সিক রিপোর্ট সহ সমস্ত তথ্যও সাক্ষ্যপ্রমাণ সংযুক্ত করেছে তদন্ত প্রক্রিয়ায়।
এরমধ্যে নয়ডা পুলিশ এলভিসের ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পর তা ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষাও সেরে নিয়েছে।সূত্রের খবর সমস্ত তথ্যপ্রমাণ হাতে পাওয়ার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এলভিসকে জেরার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে।সাপের বিষ পাচারের গুরুতর অভিযোগের মাঝে আর্থিক তছরুপের মামলা দায়ের হওয়ায় তদন্ত প্রক্রিয়া আলাদা মোড় নিয়েছে।নয়ডার গৌতম বুদ্ধ নগরে এলভিশের নামে অভিযোগও দায়ের হয়েছে।মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারে ইডি।সব মিলিয়ে সাপের বিষ পাচার চক্রে আরও প্রায় ৭জন জড়িত বলে জানা যাচ্ছে।সেই পাচার চক্রের সদস্যদেরও স্ক্যানারে এনেছে ইডি।