দেশ

দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ছয়জন সাফাইকর্মী

Six sanitation workers killed in horrific accident on Delhi-Mumbai Expressway

Truth Of Bengal: শনিবার সকালে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ছয়জন সাফাইকর্মীর। সেইসঙ্গে পাঁচজন কর্মী জখম হয়েছেন বলে খবর। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, শনিবার সকাল ১০ টা নাগাদ ফিরোজপুর ঝিরকার ইব্রাহিম বাস গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফিরোজপুর ঝিরকা থানা সীমানার অধীনে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান কয়েকজন সাফাইকর্মীকে ধাক্কা দেয়। এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই ৬ জন সাফাইকর্মীর  মৃত্যু হয়।  আহত সাফাইকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরেই স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ এসে সাফাইকর্মীদের উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহতদের এখনও শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং পিকআপ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।  পিকআপ চালকের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।  বলা বাহুল্য, এর আগেও ঘন কুয়াশা, দ্রুতগতি এবং অবহেলার কারণে দিল্লি-মুম্বাই  এক্সপ্রেসওয়েতে বহুবার দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তা এবং এক্সপ্রেসওয়েতে কর্মরত কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। দুর্ঘটনার পর প্রশাসন এক্সপ্রেসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করে এবং ঘটনাস্থল খালি করে দেয়। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা এখন স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের চলছে জিজ্ঞাসাবাদ। এই পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Related Articles