দেশ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, দশ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ প্রশাসনের

Sikkim hit by continuous rains, Traffic Control Administration on National Highway No. 10

Truth Of Bengal: শিলিগুড়ি, বিশ্বজিৎ সরকার: আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে মুষলধারে বৃষ্টি। ঠিক সেই সঙ্গে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়েও লাগাতার বৃষ্টি চলছে। আর এই বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। এদিন সকাল থেকেই বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে গাড়ির লম্বা লাইন পড়ে যায়।‌

দুদিন আগেই ১০ নম্বর জাতীয় সড়কের শ্বেতীঝড়ার কাছে ধস নামে এবং রাস্তার অর্ধেক অংশ তিস্তা গ্রাস করে নেয়। তাই আর কোন রকম ঝুঁকি নিতে নারাজ সিকিম প্রশাসন ও কালিম্পং প্রশাসন। তারপর যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে মেরামতির কাজ শুরু করে প্রশাসন। বর্তমানে খুলে দেওয়া হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক। তবে একটানা বৃষ্টি হওয়ার ফলে ধসের একটা আশঙ্কা রয়েই গিয়েছে। আর তাই পর্যটক ও সাধারন মানুষদের কথা মাথায় রেখে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এবার নতুন করে আবার বিরিক ধারার কাছে ধস। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানিয়েছে প্রশাসন। অপরদিকে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ের বৃষ্টির কারণে তিস্তার জলস্তর বাড়তে শুরু করেছে। আর তাতেই তিস্তা বাজার এলাকার বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। গত বছর চৌঠা অক্টোবর তিস্তার ভয়ংকর দৃশ্য দেখেছিল তিস্তা বাজার এলাকার বাসিন্দা থেকে শুরু করে গোটা দেশ। সেই আতঙ্কই যেন ফের একবার উসকে দিচ্ছে। তবে সিকিম প্রশাসন ও কালিম্পং প্রশাসন সূত্রে খবর, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে নজরদারি চালানোর জন্য আধিকারিকরা রয়েছেন।

Related Articles