মর্মান্তিক! ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু অন্তঃসত্ত্বা মহিলার
Shocking! A pregnant woman died in a terrible road accident

The Truth Of Bengal: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন আট মাসের একজন অন্তঃসত্ত্বা। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে । বুধবার সকালেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা । ঘটনা স্থল নেলামঙ্গলায় ইয়েদেহাল্লির কাছে । পুলিশ ওই মৃত মহিলার নাম হিসেবে জানিয়েছে , সিঞ্চনা । নিজের স্কুটারে করে যাবার সময় হঠাৎ একে ট্রাক পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা মারে। মুহূর্তে ব্যস্ত রাস্তায় ছিটকে পড়েন মহিলা। সঙ্গে সঙ্গে তার শরীরের উপর দিয়ে চলে যায় ট্রাক । পিষে মৃত্যু হয় অন্তঃসত্ত্বা মহিলার। বাচানো যায়নি গর্ভে থাকা শিশুকেও। ওই মহিলার সঙ্গে ছিলেন তার স্বামী ও। তার স্বামীও অবশ্য বেঁচে আছেন কিন্তু চোট রয়েছে মারাত্মক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলা শিবগঞ্জে এক মন্দির দর্শনে যাচ্ছিলেন তার স্বামীকে সঙ্গে নিয়ে। পথেই বিপত্তি ঘটে । মৃত্যু হয় ওই মহিলার । আগামী ১৭ ই আগস্ট তার সন্তান প্রসবের কথা ছিল । সে কারণেই স্বামী-স্ত্রী মিলে যাচ্ছিলেন এক মন্দির দর্শন করতে। তখন্ই ঘটে বিপত্তি । ভাগ্যকে অবশ্য দুষছেন ওই যুবক।