দেশ

১৮ মাসে ১১ জনকে হত্যা! পাঞ্জাবে ধরা পড়ল ভয়ংকর সিরিয়াল কিলার

Serial killer arrested in Punjab for killing 11 people in 18 months

Truth Of Bengal: পাঞ্জাবের হোশিয়ারপুর জেলায় ১৮ মাস ধরে আতঙ্ক ছড়ানো এক সিরিয়াল কিলার অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। ৩৭ বছর বয়সি রামস্বরূপ ওরফে সোধি নিরীহ পথচারীদের বিশ্বাস অর্জন করে লিফট দেওয়ার নাম করে গাড়িতে তুলে নির্মমভাবে খুন করত।

গত ১৮ আগস্ট কর্তারপুর মানালি রোড থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ সোধিকে গ্রেফতার করে। পুলিশের জেরায় প্রথমে একটি খুনের কথা স্বীকার করলেও পরে সে আরও ১০টি খুনের কথা জানায়। তার মধ্যে রূপনগর এলাকায় ৩ জনকেও একই কায়দায় হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোধির খুন করার পদ্ধতি ছিল একেবারে নির্দয় ও পরিকল্পিত। একা কোনো পথচারী দেখলে সে লিফট দেওয়ার প্রস্তাব করত। সরল মনে প্রস্তাব মেনে নেওয়া মানুষগুলো তার ফাঁদে পা দিত। নির্জন জায়গায় গাড়ি থামিয়ে হঠাৎ লোহার বড় বা ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে তাদের খুন করত। এরপর মৃতদেহ লুকিয়ে সর্বস্ব লুঠ করে পালিয়ে যেত।

গত ১৮ মাসে ১১ জনকে একইভাবে হত্যা করেছে সোধি। তবে মৃতদেহগুলো কোথায় রাখা হয়েছে, তা জানতে পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ সাধারণ মানুষকে সাবধান থাকার নির্দেশ দিয়েছে। অপরিচিত কারও লিফট নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles