দেশ

দেদার বেচাকেনা হচ্ছে সদ্যোজাতদের ! কত দাম দেওয়া হচ্ছে জানেন কী ?

Selling newborns! Do you know how much is being paid?

The Truth of Bengal : দিল্লিতে শিশু পাচার চক্রের পর্দা ফাঁস,তোলপাড় সারা দেশে। দুধের শিশুদের বেচেই লক্ষ লক্ষ টাকা পকেটে ভরছে পাচারকারীরা।তারা সক্রিয় হয়ে উঠেছে। সদ্যোজাতদের বিক্রি করা হচ্ছে  মোটা টাকা মুনাফার লোভে ।  দেশের রাজধানীতে দিল্লি পুলিশের নজরদারির ফাঁক দিয়ে দিব্যি এই কারবার চলছে।কারা করছে এই নিন্দনীয় কাজ ? কেন হচ্ছে দুধের শিশুদের বিক্রির মতো মানবতাবিরোধী ঘটনা ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সিবিআইয়ের লেন্সে বেরিয়ে এল চোখ খুলে দেওয়া তথ্য।

সিবিআইয়ের দাবি,এক মাসে শুধু দিল্লিতে বিক্রি হয়েছে ১০ সদ্যোজাত।সেই সদ্যোজাতের দর চলছে ৫লাখ টাকা। ৫লক্ষ টাকার বিনিময়ে এই সদ্যোজাত  বিক্রির ঘটনায় আতঙ্কে দম্পতিরা। কালোবাজারের সেই শিকড়ে পৌঁছাতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা গতি বাড়াচ্ছে।সিবিআইয়ের তরফে জানা গেছে,মোট ৮জন শিশুকে উদ্ধার করা হয়েছে।যাদের মধ্যে ২জন সদ্যোজাত রয়েছে।আশঙ্কা আরও এরকম  কত সদ্যোজাতকে গোপনে মোটা দামে বিক্রি করা হয়েছে । তাই শিশু পাচারের ঘটনায় যাঁরা জড়িত তাঁদের গ্রেফতার করে ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত সুরক্ষিত রাখার দাবিও তুলছেন শিশুদের অভিভাবকদের একাংশ।

Related Articles