জঙ্গি দমন অভিযানে তৎপর নিরাপত্তা বাহিনী, অস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেফতার ৩
Security forces active in anti-militancy operation, 3 arrested with weapons and explosives

Truth of Bengal: মণিপুরের দুই জেলায় শুরু পুলিশ ও আধাসেনার যৌথবাহিনীর অভিযান। সেই অভিযানেই গ্রেফতার তিন জঙ্গি। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। এই তিন জঙ্গি সম্পর্কে জানা যায়, তারা দুটি নিষিদ্ধ সংগঠনের সদস্য। জানা যায়, মায়ানমার সীমান্ত লাগোয়া টেঙ্গনোপাল জেলায় জঙ্গিদের ডেরায় হানা দিয়ে উদ্ধার হয়, তিনটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং আইইডি।
ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দুই সক্রিয় সদস্য গ্রেফতার। ওই জেলারই সেকমাই থেকে পাকরাও করা হয়েছে নিষিদ্ধ ‘পিপল্স লিবারেশন আর্মি’র এক গেরিলাকে। এর আগেই বৃহস্পতিবার রাতে থৌবল, বিষ্ণুপুর এবং পূর্ব ইম্ফলের পৃথক চারটি অভিযানে ন’জনকে গ্রেফতার করা হয়েছিল।
প্রসঙ্গত, বিগত দু’বছর ধরে উত্তাল মণিপুর। মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে লাগাতার জারি সংঘর্ষ। এই অস্থির পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। ইউএনএলএফ এবং কেসিপি-র বিভিন্ন গোষ্ঠীর পাশাপাশি সেই তালিকায় রয়েছে, ‘কাংলেই ইয়াওল কাননা লুপ’ অর্থাৎ কেওয়াইকেএল এবং ‘পিপল্স রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপাক’ অর্থাৎ প্রিপাক। চিনা স্বয়ংক্রিয় রাইফেলের পাশাপাশি শক্তিশালী বিস্ফোরক তাদের অস্ত্রভাণ্ডারে রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।