দেশ

দিল্লিতে আন্দোলনে গিয়ে বিড়ম্বনা, জুতো থেকে মোবাইল চুরি তৃণমূলের নেতাদের

দিল্লিতে এতো চোর ছ্যাঁচড়ের উৎপাত বেড়েছে, এটা জানা ছিল না

The Truth of Bengal: রাজ্যের বকেয়া পাওনার দাবি, দিল্লি আন্দোলন করছে তৃণমূল। ২ এবং ৩ অক্টোবর দুদিনের ঠাসা কর্মসূচি। গান্ধী জয়ন্তীর দিনে বিপাকে পড়তে হল, তৃণমূলনেতাদেরই। চুরি গেল, জুতো থেকে মোবাইল।

একশো দিনের টাকা, আবাস যোজনাসহ একাধিক প্রকল্পের বকেয়া পাওনার দাবিতে দিল্লিতে আন্দোলনে নেমেছে তৃণমূলনেতৃত্ব। দুদিনের প্রতিবাদ কর্মসূচির প্রথম দিনেই ধরা পড়ল বিপত্তি ছবি। রাজঘাটে, বিক্ষোভ, প্রতিবাদ মঞ্চ থেকেই একের পর এক নেতিবাচক ঘটনা। চুরি গেল সাংসদ শতাব্দী রায়ের মোবাইল। এমনকী সাংসদ শান্তনু সেনের মোবাইলও কেউ তুলে নিয়েছে। বিষয়টি এক্স প্লাটফর্মে জানিয়েছেনও তিনি। শুধু তাই নয়, রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর জুতোজোড়াও কেউ চুরি করে চম্পট দিয়েছে।

দিল্লিতে আন্দোলনে এসে, এমন অনভিপ্রেত ঘটনা ঘটায়, স্বভাবতই বিব্রত তৃণমূলনেতাদের একাংশ। কিছু নেতা নিজেদের মধ্যে আলোচনাও করেছেন, দিল্লিতে এতো চোর ছ্যাঁচড়ের উৎপাত বেড়েছে, এটা জানা ছিল না।

এদিকে কলকাতায় বিধানসভার গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের দুর্নীতির প্রতিবাদে সভা করে বিজেপি। সেখানেও বিজেপি বিধায়ক আশিস বিশ্বাস ও অনুপ সাহার মানিব্যাগ চুরি যায়। গান্ধী জয়ন্তির দিনেই, রাজনৈতিক নেতাদের বিক্ষোভ সমাবেশে চোরেদের উৎপাতে স্বভাবতই অন্য রাজনৈতিক তরজা দেখা গিয়েছে। দিল্লির চুরির ঘটনার প্রেক্ষিতে সিপিএম নেতা শতরূপ ঘোষ কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূলনেতাদের।

Related Articles