
The Truth of Bengal: ভয়াবহ পথ দুর্ঘটনা হরিয়ানায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। যাদের মধ্যে রয়েছে ৪ জন মহিলা ও ২ জন পুরুষ। আহত হয়েছে আরও ৬ জন। তড়িঘড়ি আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানার রেওয়ারি ধরুহেরা সড়কের মাসানি গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে একটি চারচাকা গাড়ির টায়ার বাস্ট হওয়ায় চালক গাড়ি থেকে নেমে টায়ার বদল করছিলেন।
সেই সময় গাড়ির ভিতরে থাকা যাত্রীরাও গাড়ি থেকে বেড়িয়ে গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই অপর একটি চারচাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারে ওই দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়িটিকে। সঙ্গে সঙ্গেই দুমড়ে মুছড়ে উল্টে যায় গাড়িটি। গাড়ির আশেপাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। বাকিরা যারা আহত হয়েছেন তাদের স্থানীয়দের প্রচেষ্টায় ভর্তি করানো হয়েছে কাছের হাসপাতালে।
যাদের মধ্যে অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশ আরও জানিয়েছে গাড়িতে থাকা যাত্রীরা সকলেই গেছিলেন তীর্থস্থান দর্শনে। দর্শন সেরে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের মধ্যে অধিকাংশই উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই দুর্ঘটনায় শোকের ছায়া এলাকাজুড়ে।