ইজরায়েল-হামাসের যুদ্ধ নিয়ে মোদি-সুনাকের আলোচনা
Rishi Sunak and Narendra Modi meeting on Israel-Palestine War

The Truth of Bengal: হামাস ও ইজরায়েলের যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইতিমধ্যেই একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ইজরায়েলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ডাউনিং স্ট্রিটের বাসভবন থেকে সুনাকের মুখপাত্র জানিয়েছেন, হামাস ইজরায়েলে যেভাবে হামলা চালিয়েছে এবং গাজায় নিরীহ মানুষদের নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথাবার্তা হয়েছে।
সুনাকের মতে, হামাস কখনই প্যালেস্তাইনের প্রতিনিধি নয়। বর্তমানে যে পরিস্থিতি চলছে, তার পরিবর্তন হওয়া যে অত্যন্ত জরুরি। এছাড়াও পশ্চিম এশিয়ার দেশগুলিতে প্রতিনিয়ত অশান্তি বেড়ে চলেছে, সেই নিয়েও কথোপকথন হয়। যদিও এই আলোচনা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফ থেকে বিস্তারিত এখনও কিছুই জানানো হয়নি।
এদিনের আলোচনায় ব্রিটেনের সঙ্গে মুক্ত-বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদি। দু তরফেই কিছু চুক্তির বিষয়ে কথা হয়েছে। তবে সে ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেওয়া হয়নি ব্রিটেন এবং ভারতের তরফ থেকে।
Free Access