
The Truth of Bengal: গত ১১ দিনে সবমিলিয়ে ১১ কোটি টাকারও বেশি অনুদান জমা পড়েছে মন্দিরের তহবিলে। এর মধ্যে স্রেফ নগদেই পড়েছে ৮ কোটি টাকা। চেক ও অনলাইনের অনুদানের পরিমাণ সাড়ে তিন কোটি টাকা। রামমন্দির ট্রাস্টের তরফে জানা গিয়েছে এই তথ্যটি। উল্লেখ্য, রামমন্দিরের উদ্বোধনের আগেই ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিতে শুরু করেছিলেন পুণ্যার্থীরা। মন্দির সূত্রে খবর, মোট চারটি দানপাত্র রাখা হয়েছে ভক্তদের দান সংগ্রহের জন্য। এছাড়াও রয়েছে ১০টি কাউন্টার, যেখানে চেক ও অনলাইন মাধ্যমে দান দিতে পারেন ভক্তরা।
মন্দিরে জমা পড়া দান গোনার জন্য রয়েছে ১৪ সদস্যের বিশেষ টিম। সিসিটিভি ক্যামেরার সামনেই গোনা হয় সারাদিনের সংগৃহীত দান। তবে আগামী কয়েকদিনে রামমন্দিরের দর্শনার্থী ও অনুদান, দুটোই অনেকখানি বাড়বে বলে মনে করছে প্রশাসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, “পরের কয়েকদিনে আবহাওয়ার উন্নতি হবে, ঠান্ডা কমবে। তাতে রামমন্দিরে ভক্তের সংখ্যা আরও বাড়বে।” পুণ্যার্থীদের জন্য বিশেষ ব্যবস্থাও করবে উত্তরপ্রদেশ প্রশাসন।