দেশ

রাজ্যসভাতেও পাশ ন্যায়সংহিতা, শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন

The winter session of Parliament is over

The Truth of Bengal: দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির মতামতকে উপেক্ষা করে কেন্দ্র লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই পাস করিয়ে নিয়েছে দন্ড সংহিতার তিনটি বিল। এই বিলগুলি পাশ করানোর মধ্য দিয়ে সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলো। এই সরকারের মেয়াদ আর কয়েক মাস পর শেষ হবে। তার আগে শেষ শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল। এবার এই শীতকালীন অধিবেশনে একাধিক নজির তৈরি হল। বিশেষ করে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার ঘটনা। অধিবেশন চলাকালীন অতর্কিতে সংসদের মধ্যে ঢুকে পড়ে বহিরাগতরা। চলে তান্ডব। সংসদ হামলা নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধীরা।

সেই দাবিতে অনড় থাকে তারা। কিন্তু কেউই বিবৃতি দেননি। বিরোধী ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কেন্দ্রের এই অনমনীয় মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হলে পাঁচ দফায় ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড হতে হয়। এই বিতর্কের মাঝেই প্রথমে লোকসভায় পাস হয় ন্যায় সংহিতা বিল। লোকসভার পর এবার প্রায় বিরোধীশূন্য রাজ্যসভায় দণ্ড সংহিতার তিনটি বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। এই বিল পাস হওয়ার পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স প্লাটফর্মে লিখেছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।

চলতি বছরেই সংসদের বাদল অধিবেশনের শেষদিনে ফৌজদারি আইনের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই বিলগুলোকে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির কাছে আলোচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কমিটির বৈঠকে শাসক-বিরোধী সংঘাতও তুঙ্গে উঠেছিল। এরপর শীতকালীন অধিবেশনে নতুনভাবে বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদের দুই কক্ষেই তা পাশও হয়ে গেল।

Related Articles