রাহুলের জামিন গৃহীত, শাহের বিরুদ্ধে ‘আপত্তিকর’ মন্তব্য মামলায় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা
Rahul's bail accepted

The Truth Of Bengal : উত্তরপ্রদেশের আদালতে ধাক্কা বিজেপির! মানহানির মামলায় জামিন রাহুল গান্ধীর। ২০১৮ সালের এক মামলায় জামিন পেলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তি মামলা হয়েছিল উত্তরপ্রদেশের আদালতে। মঙ্গলবার সেই মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ আদালত রাহুলের জামিনের আবেদন মঞ্জুর করল।
পাঁচ বছর আগে অর্থাৎ, ২০১৮ সালের ৪ অগস্ট রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন বিজেপি নেতা বিজয় মিশ্র। তাঁর অভিযোগ ছিল, শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রাহুল। উত্তরপ্রদেশের সুলতানপুরে সাংসদ-বিধায়কদের জন্য নির্দিষ্ট আদালতে সেই মামলার শুনানি চলছিল। মামলাকারীর সে সময় অভিযোগ ছিল, ‘‘রাহুল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করেছেন। শাহকে ‘খুনি’ বলে অভিযোগ তুলে রাহুল আক্রমণ করেছেন, যা একে বারেই ঠিক নয়। তিনি নিজেকে বিজেপি দলের একনিষ্ঠ কর্মী বলে দাবিকরেন। তাই এই মন্তব্যের কড়া নিন্দা জানাচ্ছেন বলে জানান তিনি। আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা করেন তিনি।’’
এই মামলায় অতীতে রাহুলকে একাধিক বার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাহুলের মামলার শুনানিতে ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কংগ্রেস নেতার জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। ২০২৩ এর মার্চ মাসে গুজরাতের সুরাত আদালত বিজেপি নেতা পূর্ণেশ মোদীর দায়ের করা মামলায় রাহুলকে দুই বছরের কারাবাসের সাজা দেয়। ফলে রাহুলের লোকসভার সদস্যপদ চলে যায়। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেওয়ায় তিনি ফিরে পান সেই সদস্যপদ।
FREE ACCESS