মা ও বোনকে সঙ্গে নিয়ে রায়বরেলিতে মনোনয়ন জমা দিলেন রাহুল
Rahul submitted his nomination for Rae Bareli along with his mother and sister

The Truth of Bengal: রায়বরেলি কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধি। আজ শুক্রবার সকালে দলের তরফে প্রার্থী হিসেবে রাহুলের নাম ঘোষণা করা হয়। এদিন ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। প্রার্থী ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে রায়বরেলি কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন রাহুল। এদিন বিশেষ বিমানে মা সোনিয়া গান্ধি ও বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে রায়বরেলিতে আসেন। দলীয় কর্মীদের উৎসাহ ছিল দেখার মতো।
আগেরবার রাহুল গান্ধি লড়েছিলেন তাঁর পুরনো কেন্দ্র আমেঠিতে। এবারও সেখানে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা চলছিল। তবে জল্পনার অবসান ঘটিয়ে সেখানে কংগ্রেস প্রার্থী করে কিশোরীলাল শর্মাকে। যিনি গান্ধি পরিবারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত। এদিন তিনিও মনোনয়ন জমা দেন।
আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট আমেঠি এবং রায়বরেলিতে। বিজেপি অনেক আগেই এই দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলে কংগ্রেস এতদিন এখানে প্রার্থী ঘোষণা করতে পারেনি। যা নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কয়েকদিন আগে আমেঠিতে দলীয় কর্মীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, এখানে গান্ধি পরিবার থেকে কাউকে প্রার্থী হতে হবে। স্লোগান উঠেছিল, ‘আমেঠি মাঙ্গে গান্ধি পরিবার’। কংগ্রেসের নির্বাচন কমিটির তরফে গান্ধি পরিবারের রাহুল ও প্রিয়াঙ্কাকে বোঝানোর ভার দেওয়া হয়েছিল। তবে তাতে বরফ গলেনি। শুক্রবারই ছিল এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের মনোনয়ন পেশের শেষদিন। আমেঠি ছেড়ে মা সোনিয়া গান্ধির ছেড়ে যাওয়া রায়ব্রেলিতে প্রার্থী হলেন রাহুল গান্ধি।