জম্মু ও কাশ্মীরে রাহুল গান্ধী, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিরোধী দলনেতার
Rahul Gandhi urges J&K to remain united against terrorism

Truth of Bengal: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্প্রতি জম্মু ও কাশ্মীরে সফর করেছেন। শুক্রবার তিনি পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এই সময়ে তিনি মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, “এটি একটি ভয়াবহ ঘটনা। আমি এখানে এসেছি যাতে ঘটনার প্রকৃত কারণ বুঝতে পারি এবং আহতদের সাহায্য করতে পারি। আমি আহতদের মধ্যে একজনের সঙ্গে সাক্ষাৎ করেছি, যেহেতু অন্যান্যরা বাড়ি ফিরে গেছেন। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের জানিয়ে দিয়েছি যে গোটা দেশ তাঁদের পাশে রয়েছে।”
It’s been a terrible tragedy. I came here to get a sense of what’s going on and to help. The entire people of Jammu and Kashmir have condemned this terrible act and are fully supportive of the nation at this time. I met one of the people who was injured.
My love and affection… pic.twitter.com/0hlScLVNbg
— Congress (@INCIndia) April 25, 2025
এছাড়া, বৃহস্পতিবারের সর্বদল বৈঠক নিয়ে রাহুল গান্ধী বলেন, “আমরা গতকাল সর্বদল বৈঠক করেছি, যেখানে বিরোধী দল সরকারকে আশ্বস্ত করেছে যে, সরকার যেকোনো পদক্ষেপ নিলে আমরা তাকে সমর্থন করব।”
পহেলগাঁওয়ে মঙ্গলবার পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গোটা দেশ শোকাহত। ভারত সরকার ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং বায়ুসেনা আক্রমণ মহড়া শুরু করেছে। সীমান্তে পাকিস্তানও সেনা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সংকটকালীন সময়ে রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার সংকল্প করেছে।