দেশ
Trending

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-র সূচনা করলেন রাহুল গান্ধী, কবে আসছেন পশ্চিমবঙ্গে?

Rahul Gandhi launched 'Bharat Joro Nyaya Yatra'

The Truth Of Bengal : রবিবার মণিপুরের থৌবাল জেলা থেকে পদযাত্রার সূচনা করলেন রাহুল গান্ধী। প্রথমে ইম্ফল থেকেই যাত্রা শুরু করার পরিকল্পনা থাকলেও, প্রশাসনের অনুমতি না মেলায় থৌবাল থেকে যাত্রা শুরু করা হয়। সীমিত সংখ্যক কংগ্রেস নেতাই যোগ দিতে পারবেন এই পদযাত্রায়। মণিপুরে মোট ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন রাহুল। ‘ভারত জোড়ো যাত্রা’র পর এবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।

আজ, ১৪ জানুয়ারি থেকে কংগ্রেসের দ্বিতীয় জনসংযোগ যাত্রা শুরু করছেন সাংসদ রাহুল গান্ধী। গতবার ভারত জোড়ো যাত্রায় দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতকে জুড়েছিলেন রাহুল গান্ধী। এবার পূর্বের সঙ্গে পশ্চিম ভারতকে জোড়ার অভিযানে নামছেন কংগ্রেস নেতা। হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে শুরু হচ্ছে এই পদযাত্রা। ৬৭ দিনে ১৫টি রাজ্যের ১১০টি জেলার মধ্যে দিয়ে গিয়ে মুম্বইয়ে শেষ হবে এই পদযাত্রা। মণিপুর থেকে শুরু হচ্ছে এই জনসংযোগ যাত্রা। এরপর তা পৌঁছবে নাগাল্যান্ডে। সেখান থেকে এক এক করে অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয় হয়ে রাহুল গান্ধী পদযাত্রা করতে আসবেন পশ্চিমবঙ্গে।

জানা গিয়েছে, ৫ দিনের পদযাত্রায় বাংলার ৭টি জেলার মধ্যে দিয়ে যাবে কংগ্রেসের জনসংযোগ যাত্রা। মোট ৫২৩ কিলোমিটার পথ পেরিয়ে, এরপর বিহারে পৌঁছবেন। সেখান থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট হয়ে মহারাষ্ট্রে পৌঁছবে ন্যয় যাত্রা। সেখানেই শেষ হবে এই যাত্রা।

 

FREE ACCESS

Related Articles