দেশ

‘সিগারেট ও মদে ডুবে থাকে’, বাঙালিদের অপমান মোদির অর্থনৈতিক উপদেষ্টার

Prime Minister's economic adviser Sanjeev Sanyal insulted Bengalis

The Truth of Bengal: বাঙালি নাকি মদ আর সিগারেটে ডুবে থাকে। তাই বাঙালির অধঃপতন হয়েছে। বাংলা ও বাঙালিকে এই ভাষায় অপমান করলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান‌্যাল। একটি পডকাস্ট চ‌্যানেলে বাঙালি সম্পর্কে এই মন্তব‌্য করেছেন তিনি। এমন মন্তব্য সামনে আসতেই প্রতিবাদে সোচ্চার হচ্ছে বাঙালি। কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। নিজের ‘এক্স’ হ‌্যান্ডলে তিনি লেখেন, ‘এমন কিছু বিশ্বাসঘাতক বাঙালি বিজেপি (BJP) আর মোদির বঙ্গ বিরোধী বিষ আর আক্রোশকে উসকে দিয়ে নিজেদের আখের গোছাচ্ছেন।’

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল। একটি পডকাস্ট চ‌্যানেলে বাঙালি সম্পর্কে তাকে কিছু কথা বলতে শোনা যায়। সেখানে তিনি দাবি করেন, একশ্রেণির বাঙালি সিগারেট ফুঁকে, মদ খেয়ে নিজেদের আঁতেল ভাবেন। কোথাও বসে ধূমপান করা, মদের গ্লাসে চুমুক দেওয়াটা যদি আপনার আকাঙ্ক্ষা হয় এবং নিজে কোনও কিছু না করে বাকি দুনিয়ার বিষয়ে জ্ঞান দেওয়াই আপনার কাজ হয়, তা হলে কিছু করার নেই। যদি সেটাই সমাজের লক্ষ্যমাত্রা হয়, মৃণাল সেনের সিনেমা যদি আপনার সমাজের আকাঙ্ক্ষায় পরিণত হয়, তা হলে তখন সেটা নিয়ে অভিযোগ করবেন না।‘

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আছেন সঞ্জীব সান্যাল। তিনি বাঙালির সম্পর্কে এই যে মন্তব্য করেছেন তাতে বিতর্কের যথেষ্ট উপাদান আছে। ফলে বিতর্ক শুরু হয়েছে। মৃণাল সেনকে ‘অপমান’ করা হয়েছে বলে অনেকেই সোচ্চার হয়েছেন। একজন বাঙালি হয়ে বাঙালি সম্পর্কে এই যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান‌্যাল, তা ভাল ভাবে নিচ্ছেন না বাঙালি।

Related Articles