জাতীয় দিবস উদযাপনের প্রধান অতিথি, রাষ্ট্রীয় সফরে মরিশাস যাচ্ছেন প্রধানমন্ত্রী
Prime Minister to be chief guest at National Day celebrations, to visit Mauritius on state visit

Truth of Bengal: মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের আমন্ত্রণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১-১২ মার্চ রাষ্ট্রীয় সফরে মরিশাস যাবেন। তিনি ১২ মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন বলে জানা গিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘মরিশাসের প্রধানমন্ত্রী ডঃ নবীনচন্দ্র রামগুলামের আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রীর মরিশাস সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মরিশাসের জাতীয় দিবস উদযাপনে যোগ দিতে ১১ এবং ১২ মার্চ, ২০২৫ তারিখে রাষ্ট্রীয় সফরে মরিশাস যাবেন।’ পাশাপাশি তিনি বলেন, ‘মরিশাসের জাতীয় দিবস ১২ মার্চ পালিত হবে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে যোগ দেবে। এছাড়াও, একটি ভারতীয় নৌবাহিনীর জাহাজও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।’
সফরে প্রধানমন্ত্রী মোদি মরিশাসের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বলে জানানো হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে, নরেন্দ্র মোদি দেশটির প্রধানমন্ত্রী রামগুলামের সঙ্গেও একাধিক বিষয় নিয়ে আলোচনা করবেন। জয়সওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী শেষবার ২০১৫ সালে মরিশাস সফর করেছিলেন। সফরকালে, প্রধানমন্ত্রী মরিশাসের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন এবং মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং দেশের গুরুত্বপূর্ণ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র নেতাদের সঙ্গেও বেশ কয়েকটি বৈঠক করবেন।’
গত মাসে, মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলাম, দেশটির সংসদে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সংসদকে জানাচ্ছি যে, আমার আমন্ত্রণ পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হতে সম্মত হয়েছেন।’
সংসদে মরিশাসের প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সত্যিই আমাদের দেশের জন্য বিশেষ সম্মানের বিষয় যে, আমরা এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আতিথ্য দেওয়ার সুযোগ পেয়েছি, যিনি তাঁর ব্যস্ত সময়সূচী এবং সাম্প্রতিক প্যারিস ও আমেরিকা সফর সত্ত্বেও আমাদের এই সম্মান দিচ্ছেন। এই সফর দুই দেশের মধ্যে দৃঢ় এবং স্থায়ী সম্পর্কের প্রমাণ।’