দেশ

ওয়েনাড নিয়ে জরুরি বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির , ঘুরে দেখেন ওয়েনাডের গ্রামাঞ্চল

Prime Minister Narendra Modi's urgent meeting on Waynad

The Truth of Bengal: ৩০ শেষ জুলাইয়ের ভয়ঙ্কর বন্যাও ভূমিধস ওয়েনাডের চারটি গ্রাম কে নিশ্চিহ্ন করে দিয়েছে । খোদ প্রধানমন্ত্রী আজ পিনারায় বিজয়নকে সঙ্গে নিয়ে আকাশ পথে ওয়েনাড ঘুরে দেখেন। মানুষের‌ দুরাবস্থা স্বচক্ষে দেখেন মোদি । মুন্দাক্কি, চুরালমালা, ভেল্লারিমালা গ্রাম সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ। চারশোর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এই ভূমিধসে । সে সব স্ব চক্ষে দেখে মোদি ত্রাণপরিষেবা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন।

এই বৈঠকে প্রধানমন্ত্রী মোদি জানান , যারা বিপর্যয়ের ফলে প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে সাহায্য করার জন্য আমাদের সবাইকে একত্রিত হতে হবে। এ দুর্যোগে ভেসে গেছে শত শত পরিবারের স্বপ্ন। বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, ওয়ানাডে ভূমিধসের ঘটনার পর, তিনি কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সাহায্য পাঠিয়েছেন । ভারত সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে বলেও বার্তা দেন নমো। পায়ে হেটে ঘোরেন গ্রামের পর গ্রাম কথা বলেন আমজনতার সঙ্গে।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে যন্ত্রণা কষ্টের কথা জানান আম জনতা। মোদিও আশ্বস্থ করেন সকলকে । ১৯৭৯ সালে, গুজরাটের মোরবিতে বাঁধটি বৃষ্টির পরে ধ্বংস হয়ে যাওয়ায় সমস্ত জল শহরে প্রবেশ করে, আড়াই হাজার জনেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেকথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন এবং এই ধরনের দুর্যোগের পরিস্থিতি আমি খুব ভালো করেই জানেন বলে উল্লেখ করেন ।

Related Articles