দেশ

রামনবমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Prime Minister Narendra Modi, West Bengal Chief Minister Mamata Banerjee greeted the nation on the occasion of Ram Navami

Truth of Bengal: আজ রামনবমী। এই পবিত্র দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। আমাদের সকল পদক্ষেপে প্রভু রামের আশীর্বাদ সঙ্গে থাক।” আজই তিনি উদ্বোধন করবেন দেশের প্রথম উল্লম্ব রেল সেতু—পামবান ব্রিজ। এই বিশেষ সেতুটি প্রয়োজন হলে নিজেই ওপরে উঠতে পারে, যাতে জাহাজ সহজে সমুদ্রপথে চলাচল করতে পারে।

বিরোধী দলনেতা রাহুল গান্ধীও এক্স হ্যান্ডেলে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, “এই পবিত্র উৎসব সকলের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক।”

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। তবে তিনি সবাইকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। তিনি বলেন, “সকলকে রামনবমীর শুভেচ্ছা। সকলের কাছে আমার আবেদন, শান্তি, সম্প্রীতি এবং উন্নতির ধারা বজায় রাখুন। আমি চাই সবাই সাফল্যের সঙ্গে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করুক।”

Related Articles