দেশ

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে যুদ্ধের প্রস্তুতি! বাড়ছে উত্তেজনা, উদ্বেগে দেশবাসী

Preparing for war on the orders of the Ministry of Home Affairs! Rising tensions, people worried

Truth of Bengal: ভারত কি সত্যিই যুদ্ধের দিকে এগোচ্ছে? সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকা ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। ওই নির্দেশে একাধিক রাজ্যকে আগামী ৭ মে থেকে সাধারণ মানুষকে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে।

এই নির্দেশিকায় বলা হয়েছে, যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তবে সাধারণ মানুষ কীভাবে সাহায্য করতে পারে, তা শিখিয়ে দিতে হবে। ছাত্রছাত্রীদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে। সিভিল ডিফেন্সকে উদ্ধার অভিযানের মহড়া চালাতে বলা হয়েছে। কীভাবে ব্ল্যাকআউট বা বোমা হামলার সময় আচরণ করতে হবে, তা বোঝাতে হবে সাধারণ মানুষকে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের নির্দেশ ১৯৭১ সালের যুদ্ধের সময় ছাড়া আর কখনও জারি হয়নি। এমনকি ২০১৯ সালের সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোট হামলার সময়েও না। ফলে এবার পরিস্থিতি আলাদা বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই দেশজুড়ে নিরাপত্তা জোরদার হয়েছে। সীমান্তে সেনার কড়া নজরদারি চলছে। দিল্লিতে একের পর এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদি। এরই মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মোদিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

এছাড়া পাঞ্জাব সীমান্তে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ। তার কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র ও ৪০ রুপি পাওয়া গেছে। কেন সে ভারতে প্রবেশের চেষ্টা করছিল, তা জানার চেষ্টা চলছে। এর আগেও রাজস্থান থেকে ধরা পড়েছিল দুই পাক গুপ্তচর।

এই সব ঘটনার জেরে দেশজুড়ে প্রশ্ন উঠছে— তবে কি বড় কিছু ঘটতে চলেছে? যুদ্ধ কি খুব কাছেই? উত্তর সময়ই দেবে, তবে এখনই দেশজুড়ে বাড়ছে টেনশন।

Related Articles