দেশরাজ্যের খবর
প্রসূন বন্দ্যোপাধ্যায়কে আইনি পরামর্শদাতা হিসেবে নিয়োগ রাজ্য সরকারের
Prasoon Banerjee appointed as Legal Adviser by State Govt

Truth Of Bengal: জয় চক্রবর্তী : প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় কে পুলিশের আইনি পরামর্শদাতা হিসেবে নিয়োগ করল নবান্ন। মালদা থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন।
যদিও তিনি পরাজিত হয়েছেন। আই পি এস অফিসার হিসাবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন দীর্ঘ সময়। এরপর স্বেচ্ছা অবসর নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন। সেই প্রসূন বন্দ্যোপাধ্যায় কেই পুলিশের আইনি পরামর্শদাতা হিসাবে নিয়োগ করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন’র থেকে।