দেশ

সমুদ্রপথে বাড়ল শক্তি, ধ্বংস হবে লুকনো শত্রুও! মারণাস্ত্রের সফল পরীক্ষা নৌসেনার

Power increased at sea, even hidden enemies will be destroyed! Navy successfully tests deadly weapon

Truth Of Bengal: পহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাস ঘিরে উত্তেজনার মধ্যেই ভারতীয় নৌসেনা বড়সড় সাফল্য পেল। শত্রুপক্ষকে সমুদ্রপথে রুখে দিতে নতুন মারাত্মক অস্ত্র এমআইজিএম (মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন) এর সফল পরীক্ষা করা হয়েছে। সোমবার এই পরীক্ষা সম্পন্ন হয় নৌসেনা ও ডিআরডিওর যৌথ উদ্যোগে।

এই অত্যাধুনিক মাইন জলের নিচে থাকা শত্রু ডুবোজাহাজ বা যুদ্ধজাহাজকে দ্রুত শনাক্ত করতে পারে। এমনকি স্টিলথ প্রযুক্তিতে তৈরি জাহাজও এই মাইনকে ফাঁকি দিতে পারবে না। শত্রু জাহাজ ধরা পড়লে মুহূর্তে ঘটবে ভয়াবহ বিস্ফোরণ।

বিশেষজ্ঞদের মতে, এই মাইন ভারতীয় নৌসেনার শক্তি অনেকগুণ বাড়িয়ে দেবে। জাহাজ, সাবমেরিন বা আন্ডারসি অপারেটিং প্ল্যাটফর্ম – যে কোনও মাধ্যম থেকেই এটি মোতায়েন করা সম্ভব। ফলে এটি ভবিষ্যতের যেকোনও সামুদ্রিক যুদ্ধের জন্য অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে।

ভারত মহাসাগরে চীনের উপস্থিতি ও আরব সাগর থেকে আসা হুমকির মুখে এই নতুন অস্ত্র নিরাপত্তায় বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। খুব শিগগিরই এটি নৌসেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হতে চলেছে।

Related Articles