দেশ

গরমের পুলিশের বিশেষ পদক্ষেপ! এসি হেলমেট পাচ্ছেন পুলিশকর্মীরা

Policemen are getting AC helmets

The Truth of Bengal: দেশজুড়ে গরমের দাবদাহে হাঁফফাঁস অবস্থা দেশবাসীর। তবুও এই তপ্ত রৌদে কর্তব্যে অবিচল থাকতে হয় ট্রাফিক পুলিশদের। কারণ শহরের যানবাহন নিয়ন্ত্রণ করা এবং পথচলতি আমজনতার নিরাপত্তার দায়িত্ব যে তাঁদেরই কাঁধে।এই পরিস্থিতিতে ট্রাফিক পুলিশদের সুবিধার্থে অভিনব উদ্যোগ নিল গুজরাটের ভাদোদরা সিটি ট্রাফিক বিভাগ। এসি হেলমেট ব্যবহার শুরু করল তারা। এই হেলমেট নির্মাণগুলি  করছেন ভাদোদরা আইআইটির পড়ুয়ারা।

সূত্র মারফৎ জানা যাচ্ছে এখনও পর্যন্ত ৪০০ পুলিশকর্মীকে এই হেলমেট দেওয়া হয়েছে। যখন গ্রীষ্মে চতুর্দিকে সতর্ক বার্তা জারি করা হচ্ছে আবহাওয়া দফতররে তরফ থেকে। সেই পরিস্থিতেও রাস্তায় দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে পুলিশ কর্মীদের। এই গরমে হিটস্ট্রোক আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। এমতঅবস্থায় গুজরাটের ট্রাফিক পুলিশের জন্য এমন অভিনব উদ্যোগ প্রশংসা পাচ্ছে। তবে এসি হেলমেটের যে  বৈশিষ্ট্য রয়েছে তা হল এতে আছে একটি ব্যাটারি। যার সাহায্যে চালিত হয় হেলমেটে থাকা যন্ত্রটি।

এর কাজ পরিধানকারীর শরীরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা। শীতাতপ নিয়ন্ত্রিত ওই হেলমেট যা মাথা যেমন ঠান্ডা রাখছে, তেমনই ধুলো-ধোয়া থেকেও রক্ষা করছে। তবে এটি চলতি বছরেই যে চালু হয়েছে তা নয়। গত বছর আহমেদাবাদ সিটি ট্রাফিক বিভাগ পরীক্ষামূলক ভাবে এসি হেলমেট  ব্যবহার শুরু করেছিল। সবমিলিয়ে এসি হেলেমেট চালু হওয়ায় এই গরমে ট্রাফিক পুলিশরা কিছুটা হলেও স্বস্তি ট্রাফিক পুলিশের ।

Related Articles