দেশ

মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী, উদ্ধার হিরোইন-সহ নগদ টাকা

Policeman arrested for drug trafficking, heroin and cash recovered

Truth Of Bengal: বুধবার মাদক বিক্রির অভিযোগে গ্রেফতার এক পুলিশকর্মী। জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ চত্বরে হাতেনাতে পাকড়াও করা হয়েছে ধৃতকে। অভিযুক্ত কনস্টেবলের নাম মহম্মদ মুখতিয়ার, তিনি উধমপুর জেলার বাসিন্দা। চলতি মাসে এই নিয়ে মাদক পাচারের অভিযোগে দ্বিতীয়বার কোনও পুলিশকর্মীকে গ্রেফতার করা হল জম্মুতে।

পুলিশের কাছে গোপন সূত্র মারফত ওই কনস্টেবলের গতিবিধির বিষয়ে খবর যায়। সেই তথ্য অনুযায়ী তাঁর উপর নজর রাখে পুলিশ। জম্মু ও কাশ্মীরের সশস্ত্র পুলিশ বাহিনীর ১২ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত ছিলেন মুখতিয়ার। অভিযোগ উঠেছে, শ্রীনগরে কর্মরত থাকা ওই কনস্টেবল জম্মুতে মাদক বিক্রি করতে এসেছিলেন।

বুধবার বাইকে করে মুখতিয়ার মেডিক্যাল কলেজে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। সেই সময় ওই এলাকার সন্নিকটে থাকা পুলিশ ফাঁড়ির আধিকারিক তাঁকে থামিয়ে তল্লাশি চালায়। সেই তল্লাশিতে ১৫ গ্রাম হিরোইন ও নগদ ন’হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। গত সপ্তাহেও জম্মু ও কাশ্মীর পুলিশের অন্য এক কনস্টেবল মাদক-সহ ধরা পড়েছিলেন। ওই পুলিশকর্মীর সঙ্গে দুই মহিলাও ধরা পড়েছিলেন। তাঁদের থেকে ৩৩ গ্রাম হিরোইন উদ্ধার করেছিল পুলিশ।

Related Articles