পরিবারবাদ নিয়ে ফের খোঁচা মোদির, এবার কাকে টার্গেট করলেন ?
PM Modi's ‘1st copyright in corruption’ attack on MK Stalin's DMK in Tamil Nadu

The Truth of Bengal: বিজেপির সিএএ থেকে হিন্দু-হিন্দুত্বের বিরুদ্ধে গর্জে উঠেছেন ডিএমকে। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে তোপ দেগেছেন ডিএমকের প্রধান এমকে স্ট্যালিন।বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটেও রয়েছেন স্ট্যালিন।তাঁকে এবার টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভোটপ্রচারে গিয়ে স্ট্যালিনকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন নরেন্দ্র মোদি।তাঁকে পরিবারবাদের প্রতিভূ বলে কটাক্ষ করেন তিনি। ডিএমকে দুর্নীতির কপিরাইট নিয়ে বসে আছে বলেও সুর চড়ান বিদায়ী প্রধানমন্ত্রী। ভেলোরে একটি পদযাত্রায় অংশ নিয়ে বিজেপির শীর্ষ নেতার সমালোচনায় উঠে আসে তামিলনাড়ুর পুরনো চিন্তাধারার কথা। মোদির তোপ,স্ট্যালিনের জন্যই তামিলনাড়ুর যুবসমাজ দুর্দশার মুখে। তাঁদের ভিনরাজ্যে যেতে হচ্ছে।
তামিলনাড়ুর প্রত্যাশিত উন্নতি হয়নি বলে অভিযোগ করে নরেন্দ্র মোদি।মোদির মতে, তামিলনাড়ুর সংস্কৃতি বিরোধী কাজ,দুর্নীতি,ভ্রষ্টাচার আর পরিবারবাদ তামিলভূমকে আর পাঁচটা রাজ্যের থেকে পিছিয়ে রাখছে। ভাষা,ধর্ম,বিশ্বাসের ভিত্তিতে ডিএমকে রাজনীতি করছে বলে মুখর হন মোদি।তাই ডিএমকেকে একটিও ভোট না দেওয়ার ডাক দিয়েছেন তিনি।একইসঙ্গে চেন্নাইয়ে বিপুল জনাসমাগম হয়েছে বলে দাবি করে বিজেপির স্টার ক্যাম্পেনারের বলেন, চেন্নাইয়ের বিপুল ভিড় তাঁর স্ম়ৃতিতে থাকবে।এই আর্শীবাদ নিয়েই বিজেপি দেশের নানা অংশের মতোই তামিলনাড়ুর বিকাশে কাজ করবে বলে কথা দেন।
সোশ্যাল মিডিয়াতে তিনি আরও জানিয়েছেন তামিলনাড়ুর বিপুল জনাসমাগম থেকে পরিস্কার রাজ্যের মানুষ তাঁদের লোকসভা ভোটে সমর্থন করতে চায়।দিল্লিতে এনডিএ-র সরকারকেই ক্ষমতায় দেখতে চায়। বলা যায়,২০১৯এ ৩৯ আসনের তামিলনাড়ুতে ৩৮টি পায় ডিএমকে। এবার বিজেপি ২৩টি আসনে লড়ছে।জোটও গড়েছে।পিএমকেকে সঙ্গে নিয়ে তারা এনডিএ-র পরিধি বাড়াতে চায়।কিন্তু এআই ডিএমকের মতো শরিক দূরে সরে যাওয়ায় বিজেপির চাপ বেড়েছে। দল ভাঙানোর খেলা আর হিন্দি ও সিএএ চাপিয়ে দেওয়ার মতো ঘটনা তাঁদের লড়াইয়ের পিচ কঠিন করে তুলছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। রাজনীতির লড়াইতে ডিএমকে ভোটব্যাঙ্ক ধরে রেখে বিজেপির গড়ে হানা দিতে তৈরি হচ্ছে।তাই এখন দক্ষিণে বিজেপির চাপ যে যথেষ্ট রয়েছে তা মেনে নিচ্ছেন রাজনৈতিক শিবিরের মতোই বিজেপির পুরনো নেতারা।