
The Truth of Bengal: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘন্টা বেজে গিয়েছে। ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। হাতে মাত্র আর কয়েকটা দিন, শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সাথে প্রার্থীরা। আসন্ন ভোটকে পাখির চোখ করে দ্বিতীয়বার উত্তরাখন্ডের হৃষিকেশে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার গত ১০ বছরে জঙ্গিদের ঘরে ঢুকে তাদের নিকেশ করেছে।
তিনি আরও বলেন, ‘আজকে দেশে একটি শক্তিশালী সরকার রয়েছে। এই ‘মজবুত মোদী সরকার, জঙ্গিদের ঘরে ঢুকে মেরে এসেছে’। যুদ্ধক্ষেত্রেও নিরাপত্তার গ্যারান্টি হয়ে উঠেছে ভারতের তেরঙ্গা। সাত দশক পর জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে তিন তালাকের বিরুদ্ধে আইন করা হয়েছে।
আমাদের শক্তিশালী সরকারই সংসদে ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করেছে এবং সাধারণ শ্রেণির দরিদ্ররাও ১০ শতাংশ সংরক্ষণ পেয়েছে।’কেন্দ্রে এখন মজবুত মোদী সরকার রয়েছে। সুতরাং, জঙ্গিরা সাবধান। প্রয়োজনে তাদের ঘরে ঢুকেই নিকেশ করব জঙ্গিদের। এদিন উত্তরাখণ্ডের হৃষিকেশে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে ফের একবার একথা উত্থাপন করেন প্রধানমন্ত্রী।