দেশ
Trending

খাদে পড়ল তীর্থযাত্রীদের বাস, মৃত্যু ৫ পুণ্যার্থীর

Pilgrim bus fell into ditch, 5 pilgrims died

The Truth Of Bengal: ভয়াবহ দুর্ঘটনা মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে। তীর্থযাত্রীদের একটি বাস খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে ৫ পুণ্যার্থীর, আহত হয়েছেন অন্তত ৩০ জন। একটি ট্রাক্টরকে ধাক্কা মেরে খাদে পড়ে যায় তীর্থযাত্রীদের বাসটি। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।

জানা গিয়েছে, বাসটি মুম্বইয়ের কাছে অবস্থিত ডোম্বিভলি থেকে পন্ধরপুরে যাচ্ছিল। বাসে মোট ৪২ জন তীর্থযাত্রী ছিলেন। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় বাসটির। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায় পাশের একটি খাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুণ্যার্থীর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। বাসে আটকে থাকা সকলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীঞ্জখম ৩০ জন যাত্রী। বাসে থাকা পুণ্যার্থীরা বিষ্ণুর ভক্ত ছিলেন।

দুর্ঘটনার পর মুম্বই পুলশি জানিয়েছে, বাসটি ডোম্বিভলির কেশরগ্রাম থেকে পন্ধরপুর যাচ্ছিল। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধাক্কা মারে একটি ট্রাক্টরে। তারপর পাশের খাদে গড়িয়ে পড়ে। বাসটি তোলার চেষ্টার পাশপাশি কী ভাবে এই দিউরঘতনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles