
The Truth of Bengal: আবার বিতর্কিত সিদ্ধান্ত মধ্যপ্রদেশে। বিধানসভা কক্ষ থেকে সরিয়ে ফেলা হল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবি। সেখানে রাখা হয়েছে ডঃ বিআর আম্বেদকরের ছবি। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কংগ্রেস বিধায়করা। মধ্যপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী মোহন যাদব আগেই ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার নিষিদ্ধ করেছেন। তারপর প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করেছেন। এবার মধ্যপ্রদেশ বিধানসভা থেকে সরানো হল নেহরুর ছবি। যা নিয়ে বিতর্ক তুঙ্গে।
এতদিন মধ্যপ্রদেশে বিধানসভার স্পিকারের চেয়ারের পেছনে দুই দিকে ছিল জাতির জনক মহাত্মা গান্ধি ও জওহরলাল নেহরুর ছবি। মঙ্গলবার বিধানসভায় নতুন সরকারের প্রথম অধিবেশনের আগে দেখা যায় সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে জওহরলাল নেহরুর ছবি। তার বদলে সেখানে লাগানো হয়েছে ডঃ বিআর আম্বেদকরের ছবি। যা দেখে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস বিধায়করা। কংগ্রেসের অভিযোগ, আগেও যা করেছে, এখনও তাই করছে বিজেপি। দেশের ইতিহাস মুছে দিতে চাইছে বিজেপি।
বিধানসভায় নতুন সরকারের প্রথম অধিবেশন ছিল মঙ্গলবার। সদ্য গঠন হয়েছে সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহন যাদব। প্রথম থেকেই তিনি বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন। ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো নিষিদ্ধ করেছেন। খোলা জায়গায় কোনও আমিষ জিনিস অর্থাৎ মাছ-মাংস-ডিম বিক্রি করা যাবে না। এবার বিধানসভা সিদ্ধান্ত নিল দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরিয়ে দেওয়ার।