
The Truth of Bengal: নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঁচ রাজ্যের ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২৩ তারিখ বিয়ের লগ্ন। রাজস্থান জুড়ে বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানের ধুম। আর ঠিক সেই কারণেই বদলে গিয়েছে রাজস্থানের ভোটের দিনক্ষণ। রাজস্থানে ভোট হবে ২৫ নভেম্বর। এবার মিজোরামে ভোট গণনার দিনক্ষণ বদলের দাবি। ৩রা ডিসেম্বর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা। ঐদিন রবিবার পড়ছে। খ্রিস্টান অধ্যুষিত রাজ্য মিজোরাম।
রবিবার খ্রিস্টানদের জন্য পবিত্র, সেই কারণে একাধিক সংগঠন আবেদন জানিয়েছে ভোট গণনার দিন পরিবর্তনের। দিন বদলের দাবি দল মত নির্বিশেষে সকলেরই। দাবি জানিয়ে বিজেপি, কংগ্রেস, ক্ষমতাসীন এমএনএফ সহ খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠ মিজোরামের সকল রাজনৈতিক দলের। নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে তারা। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ঠিক আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। আগামী ৭ নভেম্বর মিজোরামে নির্বাচন। ৭ ও ১৭ নভেম্বর দু’দফায় নির্বাচন ছত্তিশগড়ে। ১৭ নভেম্বর ভোট মধ্যপ্রদেশে।
রাজস্থানে ভোট ২৫ নভেম্বর এবংএবং ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচন। রাজস্থানে ভোট ২৩ তারিখে নির্ধারিত হয়েছিল। বিশেষ এই দিনে ৫০ হাজারের বেশি বিয়ের অনুষ্ঠান রয়েছে রাজস্থানে। জাতীয় সমস্ত রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের আবেদন মেনে নির্বাচন কমিশন ভোটের দিন বদল করেছে। এরপর মিজোরামের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ভোট গণনার দিন বদলের আবেদন। তাদের আশা, রাজস্থানের মত তাদের আবেদনও মেনে নেবে নির্বাচন কমিশন।
Free Access