দেশ
Trending

উত্তরাখণ্ড বিজেপি সরকারের কোপে পতঞ্জলি, ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল

Patanjali, 14 product licenses revoked by Uttarakhand BJP govt

The Truth Of Bengal : আরও বিপাকে রামদেবের পতঞ্জলি। সুপ্রিম কোর্টে গত কয়েকদিন ধরে তোপের মুখে পরতে হচ্ছে পতঞ্জলিকে। এমন অবস্থায় এবার পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার। এখানেই শেষ নয়। যদি যুক্তিসঙ্গত কোনও অভিযোগ থাকে, তা হলে রামদেবের বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের করার অনুমতিও দেওয়া হয়েছে। পতঞ্জলি সংস্থায় বিজ্ঞাপন দেখালে বা প্রকাশ করলে শাস্তির মুখে পড়তে হতে পারে সংবাদ মাধ্যমকে।

গত সোমবার সুপ্রিম কোর্টের কাছে হলফনামা পেশ করে উত্তরাখণ্ডের বিজেপি সরকার জানায়, রাজ্য সরকারের লাইসেন্সিং অথরিটি পতঞ্জলির ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছে। রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়েছে। পতঞ্জলি সংস্থায় বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপনের নামে মানুষকে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে পতঞ্জলির বিরুদ্ধে। যা নিয়ে মামলা হওয়ায় সুপ্রিম করতে জেরবার হতে হচ্ছে পতঞ্জলিকে। যে ভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেই ভাবে ক্ষমতা চাইতে হবে বলে জানায় সুপ্রিম কোর্ট। পরে নামমাত্র ক্ষমা চায় পতঞ্জলি। যা নিয়ে ফের কড়া বার্তা দেয় সুপ্রিম কোর্ট। পরে সংবাদপত্রে পাতা জুড়ে ক্ষমা চাইতে বাধ্য হয় পতঞ্জলি। সুপ্রিম কোর্টেও ক্ষমা চাইতে বাধ্য হন রামদেব। এবার উত্তরাখণ্ডের বিজেপি সরকারের কাছে অপদস্থ হতে হল পতঞ্জলিকে। রামদেবের সংস্থার ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল করল উত্তরাখণ্ড সরকার।

Related Articles