দেশ

গোয়ায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে বিপত্তি, মৃত ২

Paragliding accident in Goa, 2 dead

Truth Of Bengal: প্যারাগ্লাইডিং করতে গিয়ে বিপত্তি। দড়ি ছিঁড়ে মৃত্যু হয় দুজনের। মৃত দুজনের মধ্যে একজন হলেন নেপালি নাগরিক, অপরজন গাইড। উত্তর গোয়ায় ঘটে যাওয়া এই দুর্ঘটনার জেরে ছড়িয়ে পড়েছে ব্যাপক চাঞ্চল্য। এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর পরই তদন্ত করে জানা যায়, ওই প্যারাগ্লাইডিং সংস্থার কোনও বৈধ কাগজপত্র নেই। ইতিমধ্যেই ওই সংস্থার মালিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় দায়ের করা হয় অভিযোগ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা।

জানা যাচ্ছে, রবিবার ভোরে উত্তর গোয়ার কেরি ভিলেজে প্যারাগ্লাইডিং করতে গিয়েছিলেন বছর ২৭-এর পুণের বাসিন্দা শিবান ডাবলে। তার সঙ্গে ছিলেন তার গাইড সুমান নেপালি, যিনি নেপালের বাসিন্দা। মাটি থেকে উপরে ওঠার কিছু সময় পরই আচমকা ছিঁড়ে যায় দড়িটি। সরাসরি তারা দুজনেই পড়ে যায় নদীতে। মর্মান্তিকভাবে মত্যু হয় তাদের। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকাজুড়ে উত্তজনা ছড়িয়ে পড়ে। অন্যান্য পর্যটকরা পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন। একইসঙ্গে এধরণের অ্যাডভেঞ্চার যারা ভালোবাসেন তারাও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে, ওই সংস্থার মালিক দীর্ঘদিন ধরেই উত্তর গোয়ায় অবৈধভাবে এই প্যারাগ্লাইডিং-এর সংস্থা চালিয়ে যাচ্ছিলেন। বর্তমানে তার বিরুদ্ধে মানুষকে বিপদে ফেলার অভিযোগে মামলা রুজু হয়।

তবে প্যারাগ্লাইডিং-এ এধরণের দুর্ঘটনা নতুন নয়। এর আগেও সিকিম, কালিম্পং-এ প্যারাগ্লাইডিং করতে গিয়ে পর্যটকের মত্যুর ঘটনা ঘটে। তারপর থেকেই নিরাপত্তার দিকে বাড়তি নজর দেওয়া হয়েছিল। তবে বর্তমানে যে ঘটনা গোয়াতে ঘটল তাতে স্পষ্ট হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থায় এখনও ফাঁক রয়েই গেছে। যার জন্যই এই ধরণের বড়সড় দুর্ঘটনা।