
Truth Of Bengal: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৮জন প্রাণ হারিয়েছেন। এই হত্যাকাণ্ডের পরেই বুধবার রাতে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ দফা পদক্ষেপের ঘোষণা করে দিয়েছে মোদী সরকার। এরপরেই পাক সরকারকে প্রচারমাধ্যমেও বয়কট করল নয়াদিল্লি। বৃহস্পতিবার পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে ভারত। বলা বাহুল্য, সাধারণত এক্স হ্যান্ডেলের মাধ্যমে কোনও দেশের সরকার বিভিন্ন সরকারি বিবৃতি, সরকারের বিভিন্ন প্রকল্প এবং আন্তর্জাতিক ইস্যুতে অবস্থান ঘোষণা করে। আগে পাকিস্তানের সমস্ত কিছুই দেখা যেত ভারতে। কিন্তু আচমকাই বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে না পাকিস্তানের অ্যাকাউন্ট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশেই এই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের পর বুধবার সন্ধ্যায় দিল্লিতে প্রধানমন্ত্রীর ৭ লোককল্যাণ মার্গের সরকারি বাসভবনে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। আর সেখানেই সিন্ধু চুক্তি বাতিল, আটারি সীমান্ত বন্ধ, পাকিস্তানিদের ভিসা বাতিলের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এইসঙ্গে বুধবার মধ্যরাতেই ভারতে নিযুক্ত পাক কুটনীতিক সাদ আহমেদ ওয়ারিচকে সমন পাঠায় সাউথ ব্লক। এই প্রসঙ্গে বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন, এই মুহূর্ত থেকে সিন্ধু জলচুক্তি বাতিল করা হল। যতদিন না পর্যন্ত পাকিস্তান সীমান্ত সন্ত্রাস থামাচ্ছে ততদিন পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে না।
সেইসঙ্গে বন্ধ করা হয়েছে আটারি সীমান্ত। ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। সেইসঙ্গে আগে পাকিস্তানের যাদের ভিসা দেওয়া হয়েছিল সেগুলি বাতিল করে দেওয়া হবে। মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চলেছে, তার প্রেক্ষিতেই ভারতের এই পদক্ষেপ। পহেলগাঁওয়ে হামলার ২ দিন, এখনও অধরা জঙ্গিরা। জম্মু-কাশ্মীরে হাই অ্যালার্ট, চলছে চিরুনি তল্লাশি, ড্রোন উড়িয়ে নজরদারি। এই আবহে এবার পাকিস্তানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের অ্যাকসেস বন্ধ করল ভারত।