পাকিস্তানের নতুন ছক, নিশানায় ভারতের পরমাণু কেন্দ্র, জারি হাই অ্যালার্ট
Pakistan's new plan, targeting Indian nuclear plants, high alert issued

Truth Of Bengal: কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর থামছে না পাকিস্তানের উসকানি। টানা ১০ দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাচ্ছে তারা, যা স্পষ্টভাবে সংঘর্ষবিরতি চুক্তির লঙ্ঘন। এর মধ্যেই পাকিস্তান পরীক্ষা চালিয়েছে ‘আবদালি’ নামের একটি ব্যালিস্টিক মিসাইল, যা ৪৫০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে।
তবে শুধু সীমান্তে নয়, এবার সাইবার হানার পরিকল্পনা করছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের বিদ্যুৎ ব্যবস্থা বিশেষ করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা করছে তারা। ভারতের পাঁচটি রিজিওনাল পাওয়ার গ্রিডের অধীনে থাকা ৩৩টি স্টেট লোড ডেসপ্যাচ সেন্টারকে সতর্ক থাকতে বলা হয়েছে।
দুটি হ্যাকার গ্রুপ, HOAX1337 ও ন্যাশনাল সাইবার ক্রু, ইতিমধ্যেই ভারতের আর্মি ও সিকিউরিটি সংস্থার ওয়েবসাইটে হামলার চেষ্টা করেছে। টার্গেটের তালিকায় রয়েছে কুড়ানকুলাম, কলপাক্কম, তারাপুর, জাইতাপুরসহ ভারতের মোট ২৫টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
বিদ্যুৎ মন্ত্রক ও কম্পিউটার সিকিউরিটি টিম পুরো পরিস্থিতি নজরে রেখেছে। তেহরি ড্যাম ও কুম্ভকোনাম বিদ্যুৎ কেন্দ্রেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান এই ছায়াযুদ্ধে একা নয়—এর নেপথ্যে রয়েছে চীনের সক্রিয় সমর্থন। পুলওয়ামা, বালাকোট ও ৩৭০ ধারা বিলোপের ঘটনার পরে ভারতের প্রতি যে রেষ, তা থেকেই এই নতুন সাইবার যুদ্ধের ছক কষা হয়েছে।