নিষেধাজ্ঞা অমান্য করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-এর গুলিতে নিহত পাক নাগরিক
Pakistani national killed in BSF firing while trying to enter India defying ban

Truth Of Bengal: ভারতের অপারেশন সিঁদুরের সাফল্যের পর পাক সেনার লাগাতার গুলিবর্ষণ সীমান্তে। দু দেশের মধ্যে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির আবহে এবার ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায় এক পাক নাগরিক। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নজরে আসতেই তাকে লক্ষ্য করে চালানো হয় গুলি।
ইতিমধ্যেই বিএসএফের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, অন্ধকারের সুযোগে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার চেষ্টা চালিয়েছিল ওই পাকিস্তানি নাগরিক। বিএসএফের জওয়ানদের নজরে পড়তেই তাকে একাধিকবার আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন তারা। সেই নির্দেশকে তোয়াক্কা না করেই সে সীমান্ত পেরোনোর চেষ্টা চালালে তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর ভারতীয় বায়ু সেনার তরফ থেকে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাটিগুলিতে আঘাত করা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক জঙ্গি প্রশিক্ষণ শিবির। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর তরফ থেকে বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারি। তার মাঝেই কাঁটাতার পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালালে, পাক নাগরিককে গুলি করে প্রতিহত করে বিএসএফ।